• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২২ পূর্বাহ্ন |
  • English Version

মেলান্দহে বিয়ের গেটে অগ্নিসংযোগ ॥ আহত-৩

মেলান্দহ সংবাদদাতা ॥

জামালপুরের মেলান্দহে বিয়ের গেটে অগ্নি সংযোগের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে মহিলাসহ ৩জন আহত হয়েছে। ২৩ আগস্ট বিকেল ৫টার দিকে আদ্রা ইউনিয়নের বাঘাডোবা বটতলা এলাকায় ঘটনাটি ঘটে। আহতরা হলেন-গেন্দি বেগম (৪০), আঃ রহিম (৪৫) এবং মুক্তা বেগম (২৬)।
জানা গেছে, বাঘাডোবা গ্রামের জুয়েল মিয়ার মেয়ে হীরা আক্তারের (১৮) বিয়ে ঠিক হয় ময়মনসিংহ-এর ত্রিশাল এলাকার স্কুল শিক্ষক রাশেদ মিয়ার (২৫)-এর সাথে। ২৪ আগস্ট কনের বাড়িতে বরযাত্রী আসার কথা। বিয়ের আগেরদিন গেট নির্মাণ-আলোক সজ্জা সম্পন্ন করে কনের পক্ষ।
এমতাস্থায় প্রতিবেশি লেবু মিয়ার ছেলে জয় (১৯) বিয়ের গেটে অগ্নিসংযোগ করে। এ নিয়ে হট্রগোল হয়। জুয়েলের স্ত্রী-কনের মা আকলিমা বেগম (৪০) জানান-জমিজমা বিরোধের জের ধরে এমনটা করেছে। হট্রগোল চলাকালে জয় চাকু দিয়ে গেন্দি, আ: রহিম ও মুক্তা বেগমকে আহত করে। খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের মেলান্দহ হাসপাতালে নেয়া হয়। এ ঘটনার পর থেকে অভিযুক্ত জয় গা ঢাকা দিয়েছে। অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান-এ ব্যাপারে কনের পক্ষ মেলান্দহ থানায় অভিযোগ দিয়েছে।#


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।