• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ন |
  • English Version

রমজানের চাঁদ উঠার পর রাতেই বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিল জামালপুরের জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক :

 

করোনার প্রভাবে কর্মহীন হয়ে চরম দুর্ভোগে পড়েছে জামালপুরের নিন্ম আয়ের দিন এনে দিন খাওয়া মানুষ। দু’বেলা দু’মুঠো খাবার যোগানো যেখানে কষ্টের সেখানে রমজানের সেহরি ও ইফতারের আয়োজন নিয়ে নতুন শঙ্কা তাদের। এঅবস্থায় নিন্ম আয়ের এসব দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে জামালপুরের জেলা প্রশাসন।
রমজানের চাঁদ দেখার পর রাতেই জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের সরদারপাড়া, কাচারীপাড়া, হাটচন্দ্রা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে দিন মজুর, নিন্মমধ্যবিত্তসহ কর্মহীন হয়ে পড়া অসহায় দু:স্থ বিভিন্ন পেশার শ্রমিকদের মাঝে পৌঁছে দেওয়া হয় খাদ্য সামগ্রী। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু আব্দুল্লাহ খান ও এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ এসব খাদ্য সহায়তা পৌঁছে দেন। শুক্রবার রাতে ৭৯ টি পরিবারের মাঝে এসব ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়। করোনায় কর্মহীন মানুষের জন্য এসব সহায়তা চলবে বলে জানান জেলা প্রশাসনের কর্মকর্তারা।
জামালপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত ৭ উপজেলায় ১ লাখ ৬১ হাজার ৪০০ পরিবারের মাঝে ১ হাজার ৬১৪ মেট্রিক টন চাল, নগদ ৫৫ লাখ ৩৮ হাজার ৭৫০ টাকা ও ১২ লাখ টাকার শিশু খাদ্য বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।