• মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৯ পূর্বাহ্ন |
  • English Version

রাজীবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মাস্ক ও সাবান বিতরণ, সন্ধ্যায় বন্ধ ব্যাবসা প্রতিষ্ঠান। 

 

সহিজল ইসলাম,রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি

 

রাজীবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫ শতাধিক মানুষের মাঝে মাস্ক ও হাত ধোয়ার জন্য সাবান বিতরণ করা হয়েছে।

 

আজ রবিবার(২২মার্চ) উপজেলার তৃণমূল মানুষ,শহরের চলাচলকারী অটোরিকশা এবং ভ্যান চালকদের মাঝে করোনা প্রতিরোধে নিরাপত্তা সামগ্রী হিসেবে ওই মাস্ক ও সাবান বিতরণ করা হয়।

 

এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসানের উদ্যোগে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জন প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ব্যাবসায়ীদের নিয়ে করোনা প্রতিরোধে সচেতনতা ও সতর্কতা মূলক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়

 

সভায় ঔষধের দোকান ব্যাতিত সকল ব্যাবসা প্রতিষ্ঠান যেমন মুদি দোকান,কাঁচাবাজা, চায়ের ষ্টল,হোটেল/রেস্টুরেন্ট সন্ধ্যা ৭ টার মধ্যে বন্ধ করার বিষয়ে সিন্ধান্ত গ্রহন করা হয়েছে। সকল ধরনের গণজমায়েত পরিহার এবং প্রয়োজন না হলে ঘর থেকে বাহিরে হতে নিষেধ করা হয়েছে।

 

রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃমেহেদী হাসান সাংবাদিকদের বলেন, করনো প্রতিরোধে সকল ধরনের সতর্কতা মূলক কার্যক্রমের প্রচার ও প্রতিরোধে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। মানুষকে আতঙ্কিত ও গুজবে কান না দিতে অনুরোধ জানান তিনি।এবং এলাকার সকল জনসাধারণের সহযোগিতাও কামনা করেন।

 

রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোর্শেদ তালুকদার সাংবাদিকদের জানান, যারা বিদেশ থেকে এসেছে বা আসবে তারা হোম কোয়ারান্টাইন না মানলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

 

রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃদেলোয়ার হোসেন সাংবাদিকদের জানান,করোনায় আতঙ্কিত না হয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারী নির্দেশনা গুলো মেনে চললে এর প্রতিরোধ করা সম্ভব।এছাড়াও করোনা সংক্রমন হলে প্রয়োজনীয় চিকিৎসা সেবা এবং চিকিৎসা সরঞ্জাম সরকারী হাসপাতাল গুলোতে সরবরাহ করা হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।