• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৪ পূর্বাহ্ন |
  • English Version

রাতের আঁধারে শেরপুর ছাত্রদল সভাপতি শওকতের খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
করোনায ভাইরাসের সংক্রমণে স্তব্ধ সমগ্র পৃথিবী। একই অবস্থা বাংলাদেশেও বিরাজ করছে। এরই মধ্যে লক ডাউন হয়েছে দেশের বিভিন্ন জেলা।  তন্মধ্যে রয়েছে শেরপুর জেলাও। দোকান পাঠ, যানবাহন, কলকারখানা সহ বন্ধ সবকিছু। ফলে কর্মহীন হয়ে কষ্টে দিনাতিপাত করছে অনেকেই। তাদের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসছে বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল ও অনেক ব্যক্তিবর্গ। এরই ধারাবাহিকতায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ শওকত হোসেন তার প্রতিবেশী কর্মহীনদের পাশে রাতের আঁধারে খাদ্য সামগ্রী উপহার বিতরণ করেছেন।  ২৭ এপ্রিল দিবাগত রাতে ছাত্রদলের কর্মীদের নিয়ে নিজ উদ্যোগে প্রতিবেশীর ঘরে ঘরে খাদ্য সামগ্রী উপহার হিসেবে পৌঁছে দেন। যার মধ্যে ছিল ৪ কেজি চাল, ২ কেজি আলু, আধা কেজি ছোলা ও আধা কেজি চিনি।
ছাত্রদল সভাপতি শওকত হোসেনের সঙ্গে কথা বললে তিনি জানান, এই দুঃসময়ে পবিত্র রমজান মাসে মানবিক কারণে আমি আমার কর্মহীন প্রতিবেশীদের পাশে সাধ্যমত দাঁড়াতে চেষ্টা করেছি মাত্র। আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকেও আমরা মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করেছি। পবিত্র ঈদ-উল-ফিতরের পূর্বেই আমরা তা বিতরণ করবো ইনশাআল্লাহ। আমরা ছাত্রদল সব সময় মানব সেবায় অগ্রণী ভূমিকা পালন করি এবং করবো। কৃষকের ধান কাটা, জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ, করোনা প্রতিরোধে মাস্ক, সবান বিতরণ, বিএনপির খাদ্য বিতরণে সহযোগিতা, খাদ্য বিতরণসহ সমাজ ও  দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।” তরুণ এই ছাত্রনেতা সভাপতির দায়িত্ব পাওয়ার পর থেকে কেন্দ্র ঘোষিত রাজনৈতিক কর্মসূচি পালনের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড সহ জনকল্যাণে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।