• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৪ অপরাহ্ন |
  • English Version

শশুরবাড়ির লোকজনের হামলা হাসপাতালে ভর্তি ৯ জন 

নকলা শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নকলা উপজেলার ৭ নং টালকি ইউনিয়নে শ্বশুরবাড়ির লোকজন নিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত হয়ে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়েছে ৯ জন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আজ বিকেল ৩টায় এ হামলার ঘটনায় উভয় পক্ষের সংঘর্ষ ঘটে । এতে আহত হন বিবিরচর গ্রামের মৃত রহুল আমিনের  ছেলে জয়নাল,(৩৫)আলাউদ্দিন(৪০),ইমান আলী(৩৮), জরফুল বেগম,(৩৩)হনুফা বেগম,(২৮) সাবিনা বেগম(৩০)। 

এর মধ্যে পাঠাকাটা নামাকৈয়াকুড়ি গ্রামের হানিফা(৩৫) ,আলম( ৪০)  সহ আরো ২ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বেলা ৩ টায় বিবিরচর গ্রামে গিয়ে ছোট ভাই হেলালের শশুর বাড়ি পাঠাকাটা গ্রাম থেকে  লোকজন নিয়ে নিজের ভাই বোনদের উপর হামলা চালায় বলে তার বড় ভাই জয়নাল অভিযোগ করেন। ছোট ভাই হেলাল জানান কিছু দিন আগে আমার ভাই বোনেরা আমার স্ত্রী কে মারপিট করে হাত ভেঙে দেয়। এ ঘটনায় আমার শ্বশুর বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছেন।

এলাকাবাসী সুত্রে জানা যায় দীর্ঘ দিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। উভয় পক্ষের শেরপুর জেলা আদালতের মামলা চলছে ।

নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার  নাজমুস সাকিব বলেন, গুরুতর আহত সবাইকে নকলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান বলেন,হামলায় আহতদের বিষয়টি জানতে ইতিমধ্যে হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। মারামারির ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দাখিল হয়নি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।