• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০১ পূর্বাহ্ন |
  • English Version

সরিষাবাড়ীতে তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশে দরিদ্র কৃষকের পাশে দাড়ালো ছাত্রলীগ

 

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে

সারাদেশে মৌসুমী ইরি-বোরো ধান কাটা শুরু হয়েছে। কিন্তু করোনায় বিপর্যস্থ জনজীবনে যানবাহন বন্ধ থাকায় ধান কেটে দেওয়ার শ্রমিক খুঁজে পাওয়া যাচ্ছে না। এ অবস্থান কৃষকের পাশে দাঁড়িয়েছে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

অসহায় ও দরিদ্র কৃষকের ধান কেঁটে দিতে মাঠে নেমেছে উপজেলা ছাত্রলীগের সম্ভাব্য সাধারন সম্পাদক মোঃ আসাদুজ্জামান বাবু সহ নেতা-কর্মীরা। ছাত্রলীগের এই নেতার সঙ্গে মাঠে ছিলেন প্রায় ২০ জন নেতাকর্মী।

জানা গেছে, উপজেলার আওনা ইউনিয়নের নাথেরপাড়া হতদরিদ্র্য কৃষক আব্দুল খালেকের এক বিঘা জমির ধান কাটা থেকে শুরু করে, ধান বাঁধা এমনকি মাড়াই করতে সাহায্য করেছেন তারা।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা মোঃ আসাদুজ্জামান বাবু বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপির পক্ষ থেকে আমরা এ কার্যক্রম শুরু করেছি। সারা দেশে করোনার কারনে এই সময়ে কৃষকেরা পড়েছেন বিপদে। হতদরিদ্র্য কৃষকদের সহযোগিতা করতে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন জেলায় কৃষকের সঙ্গে কাজ করছে। আমরাও তার অংশ হিসেবে কৃষকের সঙ্গে থেকে তাদের সহযোগিতা করছি। দেশের এই দুঃসময়ে জননেত্রী শেখ হাসিনার নির্ভীক সৈনিক হিসেবে আমরা সাধারণ মানুষের কাছে থেকে কাজ করার চেষ্টা করছি। আর আমাদের এই কাজ অব্যাহত থাকবে ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।