• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৬ অপরাহ্ন |
  • English Version

স্বেচ্ছাসেবক লীগের কাজ সমাজসেবা করা: নকলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্দেশে মতিয়া চৌধুরী

স্বেচ্ছাসেবক লীগের কাজ হচ্ছে সমাজসেবা করা: নকলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্দেশে মতিয়া চৌধুরী

নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের অন্যতম কাজ হচ্ছে সমাজসেবা করা। কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক সফল কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এম.পি তাঁর নির্বাচনী এলাকা শেরপুর-২ এর নকলা উপজেলা সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতকালে এমন মন্তব্য করেন।

তিনি জানান, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান-এঁর তনয়া জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এঁর কাছে সেচ্ছাসেবক লীগ হচ্ছে সারা দেশের মানুষের সার্বিক কল্যাণে নিয়োজিত রাখার মতো আওয়ামী লীগের অন্যতম একটি অঙ্গসহযোগী সংগঠন। রবিবার (১৩ মার্চ) নকলার নবগঠিত কমিটির নেতৃবৃন্দের উদ্দেশ্যে মতিয়া চৌধুরী এমপি এসব কথা বলেন।

নকলা উপজেলা সেচ্ছাসেবক লীগের নব গঠিত কমিটির সভাপতি মোশাররফ হোসেন সরকার বাবু ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের নেতৃত্বে উপজেলা সেচ্ছাসেবক লীগের সকল নেতৃবৃন্দরা মতিয়া চৌধুরী এম.পি’র রাজধানী ঢাকার রমনা এপার্টমেন্ট কমপ্লেক্সের বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় ফুলেল শুভেচ্ছা বিনিময়সহ নতুন নেতৃত্ব হিসেবে তারা মতিয়া চৌধুরী এম.পি’র পরামর্শ গ্রহনের উদ্দেশ্যে বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

এসময় সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম ঠান্ডু,মঞ্জুরুল হক মঞ্জু, ফিরোজ আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুল আলম রাজিব ও মেহেদী হাসান শান্ত; সাংগঠনিক সম্পাদক জুলহাস উদ্দিন, তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ফরিদুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক শ্রী প্রার্থ রায়, আইন বিষয়ক সম্পাদক নোমান উল হক, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক রফিজ উদ্দিন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক টুটুল আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।

মতিয়া চৌধুরী এমপি’র সাথে সৌজন্য সাক্ষাত পরবর্তী তাঁর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন নকলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।