• মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৭ পূর্বাহ্ন |
  • English Version

হাত ধোয়ার ব্যবস্থা রেখে ভোট শুরু

জে,এম ডেক্স ঃ

গাইবান্ধা-৩ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সাদুল্যাপুর ও পলাশবাড়ী উপজেলার ১৩২টি কেন্দ্রে শনিবার (২১ মার্চ) সকাল ৯টা থেকে ভোট শুরু হয়, ভোটগ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত। সব ভোট কেন্দ্রেই ভোটারদের হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান।

রিটার্নিং কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান জানান, করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে গাইবান্ধা-৩ আসনের উপনির্বাচন হচ্ছে। এ কারণে কেন্দ্রগুলোতে ভোট দেওয়ার আগে ভোটারদের হাত ধোয়ার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন (ইসি)। কোনও ভোটার ছোঁয়াচে ভাইরাস বহন করে থাকলে ভোটকেন্দ্রে তার মাধ্যমে যাতে অন্যদের সংক্রমণ না ঘটে সেজন্য প্রতিটি কেন্দ্রেই হাত ধোয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রতিটি ভোটকেন্দ্রে হ্যান্ড স্যানিটাইজার, সাবান, টিস্যু ও করোনা ভাররাসের সংক্রমণ প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক ব্যানার সরবরাহ করা হয়েছে।

উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন- আওয়ামী লীগের অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, বিএনপির অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক ও জাতীয় পার্টির মইনুর রাব্বী চৌধুরী। এছাড়া জাসদের প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদি গত ১৭ মার্চ নির্বাচন থেকে সরে গিয়ে নৌকার প্রার্থীকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন।

সূত্র : বাংলা ট্রিউবিউন


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।