• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৮ পূর্বাহ্ন |
  • English Version

জামালপুরে নতুন করে এক চিকিৎসক, ৪ স্বাস্থ্যকর্মীসহ আরও ৭ জনের করোনা শনাক্ত-জেলায় মোট আক্রান্ত ৫১ জন

 

তানভীর আহমেদ হীরা :

জামালপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে একজন চিকিৎসক, ৪ স্বাস্থ্যকর্মী, এক পুলিশ সদস্যসহ ৭ জনের করোনা সংক্রামণ শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫১। এদের মধ্যে ৭ চিকিৎসকসহ ২৩ জনই স্বাস্থ্যকর্মী। ২৩ জন বর্তমানে  শেখ হাসিনা মেডিকেল কলেজের নির্মানাধিন কোভিড আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

জামালপুরের সিভিল সার্জন আবু সাঈদ মো. মাহবুবুর রহমান জানান, সোমবার ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে দুই দফা নমুনা পরীক্ষায় জামালপুরের আরও ৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে জামালপুর সদর উপজেলার ৩ জন, সরিষাড়ি উপজেলার ৩ জন ও মাদারগঞ্জ উপজেলার ১ জন। আক্রান্তদের মধ্যে ৭ চিকিৎসকসহ ২৩ জনই স্বাস্থ্যকর্মী। আক্রান্ত ৫১ জনের মধ্যে ইসলামপুর উপজেলায় করোনা উপসর্গ নিয়ে ২ নারীর মৃত্যুর পর তাদের নমুনা পরীক্ষায় করোনা সংক্রামণ ধরা পড়ে এবং দেওয়ানগঞ্জের আক্রান্ত এক ব্যক্তি চিকাৎসাধীন অবস্থায় মারা যায়। নতুন করে আক্রান্তরা হলেন : জামালপুর সদর হাসপাতালের ৪০ বছর বয়সী একজন ওয়ার্ড বয়, শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুরের ৩০ বছর বয়সী অফিস সহকারি ও নাম, ছুটিতে শহরের দেওয়ান পাড়া আসা ২৫ বছর বয়সী ঢাকায় কর্মরত পুলিশের এক এসআই। সরিষাবাড়ি উপজেলার দুটি বেসরকারি ডায়গনস্টিক সেন্টারের দুই কর্মী যাদের বাড়ি পৌর এলাকার সামর্থবাড়ি ও ধানাটা এলাকায় এবং অন্যজন ডোয়াইল ইউনিয়নের ডিগ্রি বন্ধ গ্রামের ঢাকা ফেরত এক ব্যক্তি। এছাড়া মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।