• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৮ অপরাহ্ন |
  • English Version

শেখ হাসিনার নির্দেশনা মানলে আমরা করোনা মোকাবেলায় জয়লাভ করব -হুইপ আতিক

 

এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধিঃ

শেরপুর সদর আসনের সংসদ সদস্য হুইপ আতিউর রহমান আতিক বলেছেন ১৯৭১ সালে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধে জয়লাভ করে দেশ স্বাধীন করেছি। এখন আমাদের সামনে করোনা মহামারি দেখা দিয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা করোনা
মেকাবিলায় কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা মানলে করোনা মোকাবেলায়ও আমরা জয়লাভ করব। আমাদের বিশ্বাস এ আঁধার কেটে আলো আসবেই।

শনিবার (২ মে) সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ৩০০ গরিব-অসহায়, কর্মহীন মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি এসব কথা বলেন।

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন আজাদ ক্লাবের সদস্যদের নিজেদের অর্থায়নে দেওয়া এসব ত্রাণসামগ্রীর মধ্যে ছিলো, ৫ কেজি করে চাল, ২ কেজি আলু, এক কেজি মশুর ডাল, এক লিটার তেল, আধা কেজি লবন ও একটি করে সাবান।

হুইপ আতিউর রহমান আতিক হলেন ওই ক্লাবের সভাপতি স্থানীয় আতিউর রহমান মডেল বালিকা উচ্চবিদ্যালয় মাঠে ত্রাণসামগ্রী বিতরণকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আব্দুল বারী চাঁন, হুইপ কন্যা ডা. শারমীন রহমান অমি সহ আজাদ ক্লাবের বিভিন্ন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

হুইপ আরো বলেন, সারাবিশ্বে আজ করোনা মহামারি আকার ধারণ করেছে। আমাদের দেশেও একজন এমপি আক্রান্ত হয়েছেন। ডাক্তার-ইঞ্জিনীয়ার কেউ বাদ যাচ্ছেন না। এজন্য আমরা স্বাস্থ্য সুরক্ষা নির্দেশনাগুলো মেনে চলবো। সবাই আমারা বাড়িতেই থকেতে চেষ্টা করবো। প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হবো না। আপনারা যাতে বাড়িতে থাকেন এজন্যই এসব খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। খাদ্যের প্রয়োজন হলে আমাদের ফোন করবেন। আপনাদের ঘরে ঘরে গিয়ে খাদ্য পৌঁছে দেওয়া হবে।

এদিকে, ত্রাণসামগ্রী বিতরণ শেষে হুইপ আতিক জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে গঠিত স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরাম সদস্যদের সাথে শেরপুর পৌর এলাকার নবীনগর মহল্লার গরীব কৃষক নিজাম উদ্দিন মিজানের ৬ কাঠা (৩০ শতক) জমির ধান কাটায় অংশ নেন।

হুইপ আতিক বলেন, আমরা যদি সবাই মিলে এভাবে কাজ করি, ক্ষেতে-খামারে কাজ করি, তাহলে একদিকে অর্থনৈতিকভাবে সাশ্রয় হয়। অপরদিকে কৃষকদেরও উৎসাহ বাড়ে। এ সময় তার সাথে জেলা আ. লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী দুলাল মিয়া, সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা সহ অন্যান্য নেতাকর্মীরাও ধান কাটায় অংশ নেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।