• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৬ পূর্বাহ্ন |
  • English Version

জামালপুরে সংঘর্ষের ফুটেজ সংগ্রহ করতে গিয়ে দুই ক্যামেরাপার্সন আহত ক্যামেরা ভাংচুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ফাকা গুলি

 

সাইমুম সাব্বির শোভন:
জামালপুরে ত্রাণ বিতরণের তালিকা তৈরী নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সময় ইন্ডিপেনডেন্ট ও সময় টিভির ক্যামেরাপার্সনসহ উভয়পক্ষের ২০ জন আহত হয়ে০েছ। এসময় সময় দুইটি ক্যামেরা ভাংচুর করা হয়। ৩ রাউন্ড ফাকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, করোনায় কর্মহীন মানুষের জন্য ত্রাণ বিতরণের তালিকা তৈরী নিয়ে সন্ধ্যার পর জামালপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন ও আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে গণমাধ্যম কর্মীরা সংঘর্ষের ফুটেজ সংগ্রহ করতে গেলে উভয় লোকজন ইন্ডিপেনডেন্ট ও সময় টিভির ক্যামেরাপার্সনদের বেধড়ক মারপিট ও ক্যামেরা দু’টি ভাংচুর করে। সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ২০ জন আহত হয়। এসময় ৩ রাউন্ড ফাকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

আহত ক্যামেরাপার্সনসহ অন্যান্যরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।

ক্যামেরা ভাংচুর ও ক্যামেরাপার্সনদের মারপিটের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।