• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৬ পূর্বাহ্ন |
  • English Version

শেরপুরের নালিতাবাড়ীর মানুষ নিহত করা সেই বন্য শুকরটিকে মেরে ফেলা হলো

 

এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ী এলাকার মানুষ কামড়িয়ে নিহত ও আহত করা সেই হিংস্র বন্য শুকরটিকে এলাকাবাসী মেরে ফেলেছেন। আজ রবিবার (৩ মে) সকাল ৯ টার দিকে জাল দিয়ে আটকিয়ে শুকরটিকে মেরে ফেলা হয়।
ওই এলাকার পুর্ব সমেশ্চুড়া গ্রামের শহিদুল ইসলাম জানান, রবিবার সকালে ইকোপার্ক এলাকায় বিজয় নামের এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবক পাহাড়ে লাকড়ি কুড়াতে গেলে বন্য শুকরটি তাকে আক্রমন করে। পরে তার ডাক চিৎকারে তাকে উদ্ধার করার পর ক্ষুব্ধ এলাকাবাসী সকলে মিলে জাল পেতে ওই বন্য শুকরটিকে আটক করেন। এসময় ক্ষুব্দ জনতার গণ পিটুনীতে আহত হয়ে বন্য শুকরটি মারা যায়।
এ ব্যাপারে বন বিভাগের মধুটিলা ফরেস্ট রেঞ্জকর্মকর্তা আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল ইকোপার্কের ভিতরে গহীন জঙ্গলে লাকড়ী কুড়াতে গেলে আমেনা বেগম নামে এক মহিলা এই হিংস্র শুকুরের কামড়ে নিহত হয়। এরপর কয়েকটি ধাপে ওই বন্য শুকরটি কামড়িয়ে সাত জনকে আহত করেছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।