• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৪ অপরাহ্ন |
  • English Version

জামালপুর দেওয়ানগঞ্জে পৃথক দুটি অভিযানে জরিমানা

তানভীর আহমেদ হীরা:

জামালপুর দেওয়ানগঞ্জ চিকাজানি ইউনিয়নের ফুটানিবাজার ঘাটে অবৈধ ভাবে যমুনা নদী থেকে বালু উত্তোলন ওকরোনা প্রতিরোধে স্বাস্থ্য বিধি অমান্যর দায়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়।

( ১৮ মার্চ) সোমবার দুপুরে চিকাজানি ইউনিয়নের ফুটানি বাজার ঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামানের ভ্রাম্যমান আদালতে বালু মহল ও বালু ব্যাবস্থাপনা আইন ২০১০  ধারায় এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । এছাড়াও দেওয়ানগঞ্জ বাজারে করোনা প্রতিরোধে পৃথক আরো দুটি ভ্রাম্যমান আদালতে দন্ডবিধি১৮৬০ ও ২৬৯ ধারায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য সুরক্ষা বিধি অমান্য করার দায়ে ৭হাজার টাকা জরিমানা করা হয় । মোট ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামানের জানান,কেউ আইন অমান্য করে বালু উত্তোলন করলে কঠোর পদক্ষেপ নেয়া হবে। বালু উত্তোলন বন্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে । এছাড়াও করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিধি অমান্য করে কেউ ব্যবসা পরিচালনা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।

এই অভিযানে উপস্থিত ছিলেন   চুকাইবারি ইউনিয়নের চেয়ারম্যান সেলিম খান দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ সদস্য প্রমুখ ।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।