• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১২ পূর্বাহ্ন |
  • English Version

দেওয়ানগঞ্জের কাঠারবিল দেখা মিলল বিরল প্রজাতির মাছ

এম.এ মোস্তাইন বিল্লাহ
দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জের উপজেলার  হাতিভাঙ্গা ইউনিয়নের নয়াপাড়া  বিলে মিলল বিরল প্রজাতির মাছ।
শুক্রবার ভোরে ৭ ফিট দৈর্ঘ এই মাছটি অর্ধ মৃত অবস্থায় বিলের পানিতে ভেসে উঠলে স্থানীয়রা ডাঙ্গায় তুলে আনলে মাছটি মারা যায়।
মাছটি দেখতে মেঘ বৃষ্টি উপেক্ষা করে শত শত মানুষ ভীর জমাচ্ছে। কি মাছ সেটি কেউ সঠিক ভাবে  বলতে পারছে না। কেউ বলছে শুশুক  আবার কেউ রিরল প্রজাতিরর কোন মাছ।
এবিষয়ে সানন্দ বাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের জীব  বিজ্ঞানের  সাবেক সহকারী শিক্ষক আলহাজ্ব আজিজুর রহমান বলেন এটা একটি ডলফিন, সম্ভবত সাগর থেকে রাস্তা হারিয়ে নদীপথে বিলে প্রবেশ করেছে। ধারনা করা হয় খাদ্যের অভাব ও তার সঙ্গীদের  হারিয়ে সাস্থগত সবস্যা হয়েছে।
স্থানীয় বাসিন্দা সফিকুল ইসলাম জানান, সকালে মাছটি ভেসে উঠলে অনেকই ভাবছিল হয়তো কারও গরু পানিতে পড়ে গেছে, তাই উদ্ধার করতে মাছটি কাছে যাওয়া হয়েছে। পরে উদ্ধারের পর দেখা যায় এটি গরু নয়, বৃহতকার একটি মাছ। তবে এটি কি মাছ কেউ বলতে পারেনি।
মাছটি ওজন প্রায় ১০৫ কেজি, দৈর্ঘ ৭ফিট।
স্থানীয় তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ হোসেন  জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে দেখা এটি একটি বৃহতকার একটি মাছ। তবে কি মাছ কেউ বলতে পারে নি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।