• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৮ পূর্বাহ্ন |
  • English Version

জামালপুরে এক পরিবারের চারজন সহ ১৭জনের করোনা শনাক্ত, আক্রান্ত ১২৪৩

তানভীর আহমেদ হীরাঃ
নতুন করে গত ২৪ ঘন্টায় প্রানঘাতী করোন ভাইরাসে এক পরিবারের চারজন ও ডেপুটি সিভিল সার্জনের পরিবারের তিন সদস্য, এক পুলিশ এবং তিন শিক্ষকসহ ১৭জনের নমুনা পরীক্ষায় সংক্রামণ শনাক্ত হয়েছে। শুক্রবার রাতে জামালপুর শেখ হাসিনা মেডিকল কলেজের ল্যাবে ৮১টি নমুনা পরীক্ষার রির্পোটে ১৭ জনের করোনা পজিটিভ ধরা পরে।
শুক্রবার(২১আগস্ট) রাতেই ওই ব্যক্তিদের দেহে করোনা পজেটিভ শনাক্ত নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ।
জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে জামালপুর সদরে ১২, ইসলামপুরে ১, বকশিগঞ্জে ৩, সরিষাবাড়ীতে ১জন ।
জামালপুর সিভিল সার্জন ডাঃ প্রনয় কান্তি দাস জানান, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ ল্যাবে ৮১টি নমুনা পরীক্ষায় ১৭জন করোনা শনাক্ত হয়। ওই ব্যক্তিরা জামালপুর জেনারেল হাসপাতালে ও নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছিল।জেলা মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২৪৩জন।
আক্রান্ত ওই ব্যক্তিদেও মধ্যে শহরের বকুলতলা এলাকায় একই পরিবারের ৫৩ বছর বয়সী এক শিক্ষক তার স্ত্রী ৪০ বছরবয়সী শিক্ষিকা,ছেলে ১৪বছর বয়সী ,মেয়ে ২৫বছর বয়সী এবং ডেপুটি সিভিল সার্জন এর পরিবারের দুই ছেলে ৪বছর বয়সী ও ৭বছর বয়সী, ছোট বোন ২৬ বছর বয়সী, শহরের আমলাপাড়া এলাকার এক প্রভাষক ৩৮ বছর বয়সী, সদর থানা এক নারী এ এস আই , পৌরসভার বজ্রপুর এলাকার ৭২ বছর বয়সী এক ব্যক্তি, আরো ৫৫ বছর বয়সী এক অসুস্থ ব্যক্তি, সদর উপজেলার নর বয়সী এক তরুন সহ সকলে শরীরে করোনা ভাইরাসের উপসর্গ থাকায় তাদের নমুনা পরীক্ষায় পজেটিভ আসে।
এখন পর্যন্ত ৩৩ চিকিৎসক, একজন পল্লী চিকিৎসক, এক বেসরকারি চিকিৎসক, ৯৩জন সরকারী স্বাস্থ্যকর্মী এবং ১৩জন বেসরকারী স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছে।
জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ২০জন।এছাড়াও শেখ হাসিনা মেডিকেল কলেজের আইসোলেশন ইউনিট থেকে ছাড়প্রত্র নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯০৪ জন।উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ ও ঢাকা হাসপাতালে রেফার্ড করা হয়েছে ২৮জনকে ।
এছাড়াও জেলায় মোট আক্রান্তের সংখ্যা জামালপুর সদরে ৫৯০, মেলান্দহে ১০৫, মাদারগঞ্জে ৭২, ইসলামপুরে ১৭৩ সরিষাবাড়ীতে ১৩৭, দেওয়ানগঞ্জে ৪৯, বকশিগঞ্জে ১১৭ জন ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।