• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৪ পূর্বাহ্ন |
  • English Version

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে দেয়া ত্রাণ সামগ্রী বিতরণ জামালপুর ব্যাটালিয়ন

 

প্রেস বিজ্ঞপ্তি:

বিশ্বব্যাপী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর পাশাপাশি বন্যার কারণে বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে দেয়া ত্রাণ সামগ্রী অদ্য ২৭ আগস্ট ২০২০ তারিখ জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর ব্যবস্থাপনায় কুড়িগ্রাম জেলার রৌমারী ও রাজিবপুর উপজেলার ১০ টি বিওপির (সাহেবের আলগা, দাঁতভাংগা, গয়টাপাড়া, মোল্লারচর, রৌমারী, বাংলাবাজার, হিজলামারী, বড়াইবাড়ী, খেয়ারচর এবং বালিয়ামারী বিওপি) সীমান্তবর্তী এলাকার বন্যার্ত ৩৭৫ টি পরিবার এবং জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ০৩টি বিওপির (বাঘারচর, পাথরেরচর এবং ঝাউডাংগা বিওপি) সীমান্তবর্তী এলাকার ৭৫ টি পরিবারের মধ্যে ০৫ কেজি চাল, ০৪ কেজি আটা, ০১ কেজি ডাল এবং ০১ প্যাকেট নুডলস্ সম্বলিত খাদ্যের প্যাকেট বিতরণ করা হয়। উক্ত খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ, এসইউপি। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ত্রাণ সামগ্রী করোনা ভাইরাস সম্পর্কিত স্বাস্থ্যবিধি মেনে বিতরণ করা হয়।

তানভীর আহমেদ হীরা


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।