• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৫ পূর্বাহ্ন |
  • English Version

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কার্য ভাংচুরের প্রতিবাদে জামালপুরে সরকারী কর্মকর্তাদের প্রতিবাদ সভা

এম.এফ.এ মাকামঃ

জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান এ প্রতিপাদ্য নিয়ে কুষ্টিয়ায় বঙ্গবন্ধর ভাস্কার্য ভাংচুরের প্রতিবাদে জামালপুরে সরকারী কর্মকর্তাদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সরকারী আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজ অডিটরিয়ামে জামালপুরের সরকারী কর্মকর্তাদের আয়োজনে বঙ্গবন্ধু ভাস্কর্য ভাংচুরে প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা ও দায়রা জজ মো.জুলফিকার আলী খাঁন, জেলা পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার সীমা রানী সরকার, সরকারি আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড.মুজাহিদ বিল্লাহ ফারুকী, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা.শ্যামল কুমার সাহা, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. রাজু আহাম্মেদ, সরকারি আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাসক হারুন অর রশিদ, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মুখলেছুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।