• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩১ পূর্বাহ্ন |
  • English Version

জামালপুরের ইসলামপুরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনা নদীর বামতীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ রাস্তা নির্মানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।
ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নে যমুনা নদীর বামতীরে বন্যা দুর্গত স্থানীয় এলাকাবাসী এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। ঘন্টাব্যাপী মানববন্ধনে নাজমুল ইসলাম নাজিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন চিনাডুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, স্থানীয় ভূক্তভোগী সলিমুল্লাহ বাদশা, আব্দুল আজিজ, মজনু মন্ডল প্রমুখ। এ সময় বক্তারা বলেন, প্রতি বছর বন্যা ও যমুনা নদীর ভাঙনের কবলে পড়ে নদী তীরবর্তী অনেক গ্রাম, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি, রাস্তাঘাটসহ অনেক সম্পদের ক্ষয়ক্ষতি হয়। ইসলামপুর উপজেলার গুঠাইল বাজার হতে উলিয়া বাজার পর্যন্ত যমুনা নদীর বামতীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ রাস্তা নির্মাণ করা হলে এসব এলাকায় বন্যার ক্ষয়ক্ষতি বন্ধ হয়ে যাবে। অতিদ্রুত ক্ষতি মোকাবেলায় যমুনা নদীর বামতীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ সড়ক নির্মানের জন্য মানববন্ধন থেকে দাবী জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।