• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৫ অপরাহ্ন |
  • English Version

নকলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নকলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নকলা (শেরপুর) প্রতিনিধি:
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানের হায়েনা দল বাংলাদেশ কে মেধা শূন্য নেতৃত্ব শূন্য করার উদ্দেশ্য জাতির বীর শ্রেষ্ঠ সন্তানদের নির্মম ভাবে হত্যা করে। দেশের বিভিন্ন অঞ্চলের সেরা বুদ্ধিজীবীদের ও যাদের মাধ্যমে এ দেশে স্বাধীনতার স্বাদ লাভ করেছে সেই বীর বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যার মধ্য দিয়ে সমস্ত সোনার বাংলা র মানুষের মেধা কে হত্যা করেছিল সেই পাকিস্তানি হানাদার বাহিনী।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নকলা উপজেলা পরিষদের হল রুমে সকাল ১০ টায় নকলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ ।

প্রধান বক্তা নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ তার বক্তব্যে বলেন, ১৯৭১ সালের এই দিনে সারা দেশে নৃশংস ভাবে পৈশাচিক নির্যাতনের পর বুদ্ধিজীবীদের হত্যা র মাধ্যমে সোনার বাংলার প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা জাতির শ্রেষ্ঠ সন্তানদের কেই হত্যা করেছে ঐ পাকিস্তানি হানাদার বাহিনী । যাদের অবদান সবচেয়ে বেশি ছিল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতা সংগ্রামে।

নকলা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মজিবুর রহমানের সঞ্চালনায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন,নকলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার ,নকলা উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিসেট্রট কাউসার আহমেদ,নকলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ গোলাম মোস্তাফা,নকলা উপজেলা কৃষি অফিসার আব্দুল ওয়াদুদ প্রমুখ।

আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নকলা উপজেলা নির্বাহী প্রকৌশলী অফিসার আরেফিন পারভেজ,নকলা উপজেলা নির্বাচন কমিশন অফিসার তারেক আজিজ ,নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)ইসকান্দর হাবিবুর রহমান ,নকলা উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার,নকলা উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল,যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রিপন,শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শ্যামল কুমার সূত্রধর,কৃষক লীগের আহ্বায়ক আলমগীর আজাদ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।