• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৫ অপরাহ্ন |
  • English Version

১০০ তম হুইল চেয়ারটি উপহার পেল রাবিয়া

১০০ তম হুইল চেয়ারটি উপহার পেল রাবিয়া

নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুরে নকলা উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের দেড়তেঘরি গ্রামের মোজাম্মেল হকের মেয়ে রাবিয়া ১০০ তম হুইল চেয়ারটি উপহার হিসেবে পেয়েছেন।

নকলা অদম্য মেধাবী সংস্থার হুইল চেয়ার বিতরণের কার্যক্রম দেখে উৎসাহিত হয়ে নকলার কৃতি সন্তান জামালপুরের সরিষাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবদুল্লাহ আল মামুন পলাশ ১০০ তম হুইল চেয়ার উপহার হিসেবে রাবিয়ার জন্য পাঠান।

হুইল চেয়ার বিতরণের সময় উপস্থিত ছিলেন নকলা অদম্য মেধাবী সংস্থার উৎসাহপ্রদানকারী ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক এফ এম কামরুল আলম রনজু, নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সরকার বাবু, নকলা অদম্য মেধাবী সংস্থার সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন,অনুদান বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর রউফ শিবলু, প্রতিবন্ধী বিষয়ক সম্পাদক রুবেল সরকার,সদস্য মোশাররফ হোসেন শ্যামল, মুশফিকুর রহমান, ইন্জিনিয়ার আবু বকর সিদ্দিক ও নকলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর হোসেন,অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন প্রমুখ।

নকলা অদম্য মেধাবী সংস্থার সভাপতি শফিকুল ইসলাম শফিক বলেন, নকলা অদম্য মেধাবী সংস্থার মূল লক্ষ্য হলো উপজেলার যে সকল প্রতিবন্ধী চলাচলে অক্ষম তাদেরকে হুইল চেয়ারে আওতায় আনা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।