• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন |
  • English Version

আলোকিত মানুষ হতে স্মার্ট ফোন ছাড়তে হবে নবীন বরণ অনুষ্ঠানে ডিসি মোঃ মোমিনুর রশিদ

আলোকিত মানুষ হতে স্মার্ট ফোন ছাড়তে হবে নবীন বরণ অনুষ্ঠানে ডিসি মোঃ মোমিনুর রশিদ

নকলা (শেরপুর )প্রতিনিধি:
আলোকিত মানুষ হিসেবে ও সমাজে আলো ছড়াতে স্মার্ট ফোন ছাড়তে হবে বলে একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠানে ছাত্রীদের উদ্দেশ্যে শেরপুর জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশিদ এসব কথা বলেন।

৩রা মার্চ বৃহস্পতিবার নকলা চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আঃ খালেকের সভাপতিত্বে এই নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন,নকলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান ,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিসেট্রট কাওসার আহমেদ ,নকলা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। নকলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান, জেলা পরিষদ সদস্য সানোয়ার হোসেন।

নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ও চৌধুরী ছবরুন নেছা মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশিদ নবীন বরণ অনুষ্ঠানে ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, যদি জীবন কে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে চাও তবে স্মার্ট ফোন কে না বলে দাও।পড়া লেখা করে নিজের ক্যারিয়ার গড়ে সমাজকে আলোকিত কর এরপর স্মার্ট ফোন ব্যবহার করো। সেই সাথে সমাজের বিদ্যমান বাল্য বিবাহ, মাদক, মোবাইল গেমস থেকে দুরে রাখতে সমাজে সচেতনতা বাড়াতে হবে। স্মার্ট ফোন সমাজে কল্যাণ ও অকল্যাণ দুটোই বহন করে।

একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নকলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ গোলাম মোস্তাফা,নকলা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক,নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ:রউফ সহ অত্র ছবরুন নেছা মহিলা কলেজ ডিগ্রি কলেজের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।