• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৯ পূর্বাহ্ন |
  • English Version

নকলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে উরফা ইউনিয়নে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নকলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে উরফা ইউনিয়নে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নকলা (শেরপুর) প্রতিনিধি:
নকলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ৩ নং উরফা ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৩ এপ্রিল বিকেলে নকলা উপজেলার উরফা ইউনিয়নের বারমাইশা দাখিল মাদ্রাসা হল রুমে এই মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

নকলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অত্র ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল হক হীরা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গোলাম জাকারিয়া মুকুল, উরফা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিমুদ্দিন, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ,বীর মুক্তিযোদ্ধা তায়েব আলী (তায়া),সাংগঠনিক সম্পাদক দিদারুল ইসলাম।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল,যুগ্ম আহ্বায়ক এফ এম কামরুল আলম রন্জু।

বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া প্রিয় রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন হিসেবে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রিয় নেত্রী শেখ হাসিনার অত্যন্ত জনপ্রিয় একটি ও সেবামূলক সংগঠন হিসেবে সুনাম অর্জন করেছে। সেই সাথে নকলায় বেগম মতিয়া চৌধুরীর রাজনৈতিক কর্মসূচী আরো গতিশীল করতে স্বেচ্ছাসেবক লীগের প্রতি আহ্বান জানান।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাবেক কলেজ ছাত্রলীগের সভাপতি আইয়ুব খান,নকলা উপজেলা যুবলীগের অন্যতম সদস্য সরফরাজ খান, উরফা ইউনিয়ন আওয়ামী যুবলীগের লীগের সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া ।

আওয়ামী সেচ্ছাসেবক লীগের সংগঠনের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন নকলা উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন , সহ-সভাপতি মনজুরুল , সাংগঠনিক সম্পাদক জুলহাস উদ্দিন।

নকলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ফরিদুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মোঃ সবুজ মিয়া।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।