• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৪ পূর্বাহ্ন |
  • English Version

নকলায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান

নকলায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলায় সরকারি হাজী জালমামুদ কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে।

এ উপলক্ষ্যে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সরকারি হাজী জালমামুদ কলেজ মাঠে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ-এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আলতাব আলী।

প্রধান অতিথি শাহ মো. বোরহান উদ্দিন ও সভাপতি ইউএনও বুলবুল আহমেদ শান্তির প্রতীক শ্বেতকপোত অবমুক্ত করেন এবং ক্রীড়ার শপথবাক্য পাঠ করান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদ। পরে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মো. রুবেল মিয়া মশাল নিয়ে মাঠ প্রদক্ষিণ করে। এর আগে অতিথিরা জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা ও বার্ষিক ক্রীড়া পতাকা উত্তোলন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- জেলা পরিষদ সদস্য মো. ছানোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইস্কান্দার হাবিব, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক ও দেওয়ান আল শামীম প্রমুখ। আলোচনা সভার পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।

এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ছেলে-মেয়েদের আলাদা ভাবে বিভিন্ন দূরত্বের দৌঁড়, গোলক নিক্ষেপ, চাকতী নিক্ষেপ, ভারসাম্য দৌড়, বাজনার তালে তালে বল পাস, ঝুড়িতে বল নিক্ষেপসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতা শেষে মঙ্গলবার বিকেলেই অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন।

এসময় অতিথিবৃন্দসহ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ, সরকারি হাজী জালমামুদ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কলেজ পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন, স্থানীয় ক্রীড়াবিদ ও ক্রীড়া শিক্ষকগন, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।