এম.এফ. এ মাকাম ঃ
জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে জামালপুরের সমমনা বিভিন্ন বেসরকারি সংগঠন।
৫ অক্টোবর বিকাল ৫টায় শহরের বকুলতলা চত্বরে মানববন্ধনে সভাপতিত্ব করেন তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান।
এতে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক ও হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের আহ্বায়ক জাহাঙ্গীর সেলিম, জেলা ব্র্যাক সমন্বয়কারী মনির হোসেন, আমরাই পারি জেলা জোটের সদস্য তারিকুল ফেরদৌস, শামীমা বেগম, সাংবাদিক আসমাউল আসিফ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার প্রকল্প কর্মকর্তা রাসেল মিয়া।
বক্তারা সকল ধর্ষকদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন আয়োজন করা হয় দুর্বার বিকশিত নারী নেটওয়ার্ক, নারীপক্ষ, আমরাই পারি জেলা জোট ও সমমনা সংগঠনগুলোর যৌথ উদ্যোগে।