এম.এফ.এ মাকাম ঃ
জামালপুরে প্রাণঘাতী করোনা ভাইরাসে শনাক্ত রোগীদের সুচিকিৎসার জন্য অক্সিজেন কনসেনট্রিটর প্রদান করলেন দেশের বেসরকারি শিল্পো প্রতিষ্ঠান নাভানা গ্রুপ ।
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্ত রোগীদের চিকিৎসা সেবা সহজ করতে। দেশের বৃহৎ বেসরকারি প্রতিষ্ঠান নাভানা গ্রুপ সহযোগীতায় এগিয়ে এলেন। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের নিকট দুটি অক্সিজেন কনসেনট্রিটর হস্তান্তর করেন ওই প্রতিষ্ঠাটি। কোভিড১৯ রোগীদের কৃত্রিম অক্সিজেনের ঘাটতি পূরণের এটি সহায়ক ভুমিকা রাখবে । পরে জেলার মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক , দ্রুত করোনা ভাইরাসে আক্রান্তদের সুচিকিৎসার জন্য ওই দুটি অক্সিজেন কনসেনট্রিটর সিভিল সার্জন ডা, প্রনয় কান্তি দাস ও জামালপুর ২৫০শয্যার জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা,মো, মাহফুজুর রহমান সোহানের হাতে তুলে দেন।
এত করে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে থাকা রোগীদের কৃত্রিম শ্বাস প্রশ্বাস জনিত ঝুকি অনেকাংশ হ্রাস পাবে বলে জানায় স্বাস্থ্যবিভাগের কর্মর্কতারা ।