ফজলে এলাহী মাকামঃ
তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মো. মুরাদ হাসান এমপি বলেছেন,ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে উঠেছে, ধর্ষকের শাস্তির বিধান মৃত্যুদন্ড করা হয়েছে আর এই মৃত্যুদন্ডের আইন কার্যকর হওয়ায় নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতিকার সম্ভব হবে । নারী ধর্ষণ, নির্যাতনসহ নারীর প্রতি সব ধরনের সহিংসতা রোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ার তোলার আহ্বান জানান তথ্য প্রতিমন্ত্রী।
জামালপুরের সরিষাবাড়ী থানার পুলিশের উদ্যোগে আজ দুপুরে নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে বিট পুলিশিং আয়োজিত এক সমাবেশ এই মন্তব্য করেন তথ্য প্রতিমন্ত্রী।
সরিষাবাড়ী উপজেলা চেয়ারম্যান গিয়াসউদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী অফিসার শিহাবউদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শিবলী সাদিক সমাবেশে বক্তব্য রাখেন।
পুশিল প্রশাসন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিরা সমাবেশে উপস্থিত ছিলেন।