স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনিস্টিউট(বিনা) উপকেন্দ্র জামালপুরে “জাতীয় শুদ্ধাচার কৌশল, নৈতিকতা ও সুশাসন প্রতিষ্ঠা” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিনা’র উপকেন্দ্র জামালপুরে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করে প্রশিক্ষণ বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন বিনা’র উপকেন্দ্র জামালপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মাহবুবুর রহমান খান। উক্ত প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনা উপকেন্দ্র জামালপুরের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা বেগম সুলতানা রাজিয়া। প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী হিসেবে অংশ গ্রহণ করেন বিনা উপকেন্দ্র জামালপুরের সকল বৈজ্ঞানিক কর্মকর্তা, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকবৃন্দ। প্রশিক্ষণের সঞ্চালনা করেন বিনা উপকেন্দ্র জামালপুরের পরীক্ষণ কর্মকর্তা আব্দুল বাকী।