শেরপুরে স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি:
শেরপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিতসভা সদস্য সংগ্রহ ও নবায়ন অনু্ষ্ঠিত হয়েছে।
২১ মার্চ (মঙ্গলবার) বিকেলে পৌর অডিটোরিয়ামে জেলা সেচ্ছাসেবক লীগের আহব্বায়ক মনির উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে ও যুগ্ম আহব্বায়ক অজয় কুমার চক্রবর্তী জয় এবং যুগ্ম আহব্বায়ক মোঃ খোরশেদ আলম ইয়াকুবের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আতিউর রহমান আতিক এমপি।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ সারোয়ার মুর্শেদ (জাস্টিন)।
প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জাতীয় পরিষদের সদস্য শাহিন সরকার।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল,শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোঃ শামিম হোসেনসহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগসহ ও শেরপুর জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।