৬ নং পাঠাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নকলা(শেরপুর)প্রতিনিধি:
শেরপুরে নকলা উপজেলায় ৬ ডিসেম্বর বুধবার রাতে ৬ নং পাঠাকাটা ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের কেন্দ্র কমিটি গঠন সম্পর্কে মতবিনিময়ের আয়োজন করেন ৬নং পাঠাকাটা ইউনিয়ন আওয়ামী লীগ।আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেগম মতিয়া চৌধুরীর নৌকা মার্কায় বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনকালীন বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী বেগম মতিয়া চৌধুরীর উন্নয়ন তুলে ধরে হবে পাশাপাশি সরকারের বিভিন্ন আর্থ সামাজিক যোগাযোগ সহ উন্নয়ন তুলে ধরার আহবান জানান।
সেই সাথে সকল ভেদাভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী বেগম মতিয়া চৌধুরী কে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন বক্তারা।
মতবিনিময় সভায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলমাস আলী সভাপতিত্বে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নকলা চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের অধ্যক্ষ আঃখালেক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামিউল হক মুক্তা, নকলা উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহ্ মোঃ ফুয়াদ হোসেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আরো বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য রৌশনারা বেগম, নকলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন সরকার বাবু,সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, পাঠাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মকবুল হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু শামীম মমতাজ, সাধারণ সম্পাদক ফরিদ হোসেন,ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনোয়ার হোসেন, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভায় সঞ্চালনায় ছিলেন নকলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক রাজীব হাসান।