এম.এফ.এ মাকাম ঃ
বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক যুবকন্ঠ মির্জা আজম এমপি বলেছেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় ডাক্তারদের আরো আন্তরিকতার সাথে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেতে হবে। এই সময়ে কোন করোনা আক্রান্ত রোগী যাতে বিনা চিকিৎসায় মারা না যায়। তিনি আরো বলেন ,করোনা রোগীর পাশাপাশি যাতে সাধারন রোগীরাও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।
সেই সাথে অত্যস্ত সাহসিকতার সাথে এই পরিস্থিতি মোকাবিলায় কাজ করেতে সকল ডাক্তারদের প্রতি আহ্বান জানান। আজ রবিবার বিকালে জামালপুর সিভিল সার্জন অফিসের বীর মুক্তিযোদ্ধা ডাঃ নজরুল ইসলাম হলরুমে করোনা পরিস্থিতি মোকাবিলায় জামালপুরের সর্বস্তরের কর্মরত ডাক্তারদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শেখ হাসিনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাক্তার শ্যামল চন্দ্রর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ,সাধারন সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী,পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু,জামালপুর ডায়াবেটিক হাসপাতালের সিইও ডাঃ মোসায়ের-উল-ইসলাম রতন, জামালপুর জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডাঃ সোহারুর রহমান সোহান সহ আরো অনেকে।