• বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৬ অপরাহ্ন |
  • English Version

জামালপুর শহরের ফিসারী পাড়া এলাকায় ৪ শতাংশ জমি দখলের পায়তারা ॥ থানায় জিডি

 

এম.এফ.এ মাকাম ঃ
জামালপুর শহরের সিংহজানী মৌজার ফিসারী পাড়া রেললাইনের পাশের ৪ শতাংশ জমি বৈধ জমি দখলের পায়তারা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে জমির প্রকৃত স্বত্বাধিকারী মোঃ জাহিদুল ইসলাম বাদী হয়ে মোঃ রফিকুল ইসলাম,মোঃ রাসেল এর নামে জামালপুর সদর থানায় সাধারন ডায়েরি করেছে । যার নাম্বার ১১৮১ তারিখ ২৩-০৪-২০২১। সাধারন ডায়েরির বিবরনে জানা যায়, জামালপুর শহরের সিংহজানী মৌজার ফিসারী পাড়া রেললাইনের পাশের ৪ শতাংশ জমি যার বিআরএস খতিয়ান নং ১৫৩৩ ও বিআরএস দাগ নং ১৪৭৮৩ মুলে মোঃ জাহিদুল ইসলাম তার মার পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি সে তার মার কাছে থেকে লিখে নিয়ে সেখানে বাড়ি নির্মান করে ভাড়া দিয়ে ভোগ দখল করে চলে আসছিল। তবে গেল ২০ এপ্রিল জাহিদুল তার নিজ জমিতে গেলে জোর পূর্বক একই এলাকার পার্শবর্তী মৃত আব্দুল গফুর ছেলে মোঃ রফিকুল ইসলাম ও মোঃ রফিকুল ইসলাম এর মোঃ রাসেল দলবল নিয়ে তাকে গালমন্দ ও জমিতে গেলে মেরে ফেলার হুমকী প্রদান করে। এ সময় জাহিদুলকে প্রাণে মেলে ফেলার হুকমীও প্রদান করে তারা। পরে জাহিদুল এলাকা বাসীর সহায়তায় জামালপুর সদর থানায় এসে জীবনের নিরাপত্তা চেয়ে সাধারন ডায়েরি করে । এ ব্যাপরে প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেছে জাহিদুল এর পরিবার।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।