• বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৪:৫৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে র‌্যালি আলোচনা সভা শেরপুরে নকলায় ন্যায্য মূল্যে কৃষকের বাজার উদ্বোধন শেরপুরে নকলায় হামদ-নাত-ক্বেরাত ও বক্তৃতা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ শেরপুরে নকলায় শারদীয় দুর্গোৎসব ও দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নকলার ইউএনও সাদিয়া উম্মুল বানিনকে প্রেসক্লাব কর্তৃক বিদায় সংবর্ধনা শেরপুরে নকলায় কৃষি মেলার উদ্বোধন শেরপুরে নকলায় নিজ দোকানে ব্যবসায়ী খুন নকলায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ২নং নকলা ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা নকলা উপজেলা বাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা

নকলায় পুলিশিং ডে-২০২৩ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী

নকলায় পুলিশিং ডে-২০২৩ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী

নকলা (শেরপুর) প্রতিনিধি:

‘পুলিশ জনতা ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই শ্লোগানকে সামনে রেখে শেরপুরের নকলায় পুলিশিং ডে-২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) দুপুরের দিকে বাংলাদেশ পুলিশ বিভাগের নকলা থানা ও কমিউনিটি পুলিশিং ফোরামের যৌথ আয়োজনে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া-এঁর নেতৃত্বে থানা প্রাঙ্গন থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থনে গিয়ে শেষ হয়।

পরে থানার ওসি আব্দুল কাদের মিয়া’র সভাপতিত্বে সচেতনতা মূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ সরকার, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, উরফা ইউপির চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভূট্টো ও চন্দ্রকোনা ইউপির চেয়ারম্যান কামরুজ্জামান গেন্দু, সার্জেন্ট (ভারপ্রাপ্ত ট্রাফিক ইন্সপেক্টর সালমান খান।

এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শ্যামল সূত্র ধর, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল মন্নাফ খান, নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সিনিয়র সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, অর্থবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, সদস্য রেজাউল হাসান সাফিতসহ অনেকে।

র‌্যালী ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, বাংলাদেশ পুলিশ বিভাগের নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান, এসআই সুমন আহমেদ, হাসিবুল হাসান, বিপ্লব কুমার চন্দ, জাকির হোসেন, আবুল খায়ের, বিপ্লব মোহন্ত, রোকন উদ্দিন, পুলক চন্দ্র রায়, কামরুল হাসান, সাদ্দাম হোসেন ও সুমনা কবি; এএসআই হাসিম উদ্দিন, রতন চৌধুরী, ফজলুল হক, কাজল মিয়া, শাহ আলম, বাচ্চু মিয়া, সামসুজ্জোহা, রোজিনা ও সেলিনা আক্তারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা-সদস্যবৃন্দসহ চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তাগন; অ্যাসিস্ট্যান্ট টাউন সাব-ইন্সেপেক্টর (এটিএসআই) ও ট্রাফিক সদস্যগন, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিকগনসহ বিভিন্ন পেশা-শ্রেণীর জনগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।