• শনিবার, ২৮ জুন ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে নকলায় মাস সেরা শিক্ষার্থীদের মাঝে উদ্দীপণা পুরষ্কার প্রদান নকলায় মেয়েকে পরীক্ষা কেন্দ্রে রেখে বাড়ি ফেরা হলোনা মায়ের নকলায় প্রথম পরীক্ষায় ২১ পরীক্ষার্থী অনুপস্থিত নকলায় মাধ্যমিক স্তরের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চূড়ান্ত প্রস্তুতি সভা নয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, দোয়া ও আলোচনা সভা নকলায় দাখিল পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, দোয়া ও আলোচনা সভা নকলায় সমাজেসেবা দিবস উদযাপন উপলক্ষে ওয়াকাথন ও মুক্ত আড্ডা নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে নকলায় মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন নকলায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

শেরপুরে নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে র‌্যালি আলোচনা সভা

শেরপুরে নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে র‌্যালি আলোচনা সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’এই প্রতিপাদ্যকে ধারন করে সোমবার (২৮ অক্টোবর) নকলা পৌরসভার আয়োজনে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় র‌্যালি ও আলোচনা সভা করা হয়।

র‌্যালিটি পৌরসভার চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে পৌরসভার মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক দীপ জন মিত্র-এঁর সভাপতিত্বে এবং পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল হাসান আজাদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালি ও আলোচনা সভায় পৌরসভার সহকারী প্রকৌশলী ফখর উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) বাবুল হোসেন, হিসাবরক্ষক ফেরদৌস রহমান, কর আদায়কারী মনসুর আলী, সহকারী কর আদায়কারী মোশাররফ হোসেন ও গৌড় দেবনাথ, টিকাদান সুপারভাইজার মোখলেছুর রহমান, নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা (সিডিএ) নূর আলম ও মো. শামীম মিয়া, স্বাস্থ্য সহকারী জান্নাতুল ফেরদৌস সৌরভ ও সিনিয়র অফিস সহকারী রীনা বেগমসহ পৌরসভায় কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সংবাদকর্মীগন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

র‌্যালি ও আলোচনা সভার পরে, হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়। হাত ধোয়া প্রদর্শনীতে উপস্থিত সকলকে সঠিক ভাবে হাত ধোয়ার কৌশল দেখানো হয় এবং হাত ধোয়ার বিভিন্ন নিয়ম-কানুন প্রদর্শন হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।