শেরপুরে নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে র্যালি আলোচনা সভা
নকলা (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’এই প্রতিপাদ্যকে ধারন করে সোমবার (২৮ অক্টোবর) নকলা পৌরসভার আয়োজনে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় র্যালি ও আলোচনা সভা করা হয়।
র্যালিটি পৌরসভার চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে পৌরসভার মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক দীপ জন মিত্র-এঁর সভাপতিত্বে এবং পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল হাসান আজাদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালি ও আলোচনা সভায় পৌরসভার সহকারী প্রকৌশলী ফখর উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) বাবুল হোসেন, হিসাবরক্ষক ফেরদৌস রহমান, কর আদায়কারী মনসুর আলী, সহকারী কর আদায়কারী মোশাররফ হোসেন ও গৌড় দেবনাথ, টিকাদান সুপারভাইজার মোখলেছুর রহমান, নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা (সিডিএ) নূর আলম ও মো. শামীম মিয়া, স্বাস্থ্য সহকারী জান্নাতুল ফেরদৌস সৌরভ ও সিনিয়র অফিস সহকারী রীনা বেগমসহ পৌরসভায় কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সংবাদকর্মীগন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
র্যালি ও আলোচনা সভার পরে, হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়। হাত ধোয়া প্রদর্শনীতে উপস্থিত সকলকে সঠিক ভাবে হাত ধোয়ার কৌশল দেখানো হয় এবং হাত ধোয়ার বিভিন্ন নিয়ম-কানুন প্রদর্শন হয়।